নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগরের ভাগ্যকুল ইউনিয়ন পরিষদে গতকাল বুধবার বেলা ১১টায় ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের শীতার্ত দুস্থ পরিবারের মাঝে ৪৫০টি কম্বল বিতরণ করা হয়। ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের সচিব মোঃ হামিদুল হক এর সঞ্চালনায় ও ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার সমীর কুমার বসাক। এসময় আরও উপস্থিত ছিলেন ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন, ইউপি সদস্যদের মধ্যে শিপন বেপারী, নুরুল আমিন মোড়ল, রতন কুমার সাহা, আইয়ুব আলী খান, আলম মিয়া, পারভেজ কবীর, সেলিম মৃধা, মোখলেসুর রহমান খাঁন মন্টু, ইউপি মহিলা সদস্যের মধ্যে আলেয়া বেগম, সহরবানু বেগম, শাহিদা আক্তার। এছাড়া আরো উপস্থিত ছিলেন ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর মোসাম্মৎ রাবেয়া আক্তার।
শ্রীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নে আনুমানিক ৬ হাজারের বেশি কম্বল বিতরণ করা হবে। এসব কম্বল দ্রুত ইউনিয়ন পরিষদগুলো তৃণমূল পর্যায়ে জনগণের মাঝে বিতরণ করবে।
শ্রীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশেকুর রহমান বলেন, এখন পর্যন্ত ১৪টি ইউনিয়নে আনুমানিক ৬ হাজারের উপরে কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আরও শীতবস্ত্র চাওয়া হয়েছে। আরো শীতবস্ত্র আসার সম্ভাবনা রয়েছে।
ভাগ্যকুলে শীতার্ত দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ
আগের পোস্ট