নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বাংলাদেশ প্যাট্রিয়ট সোসাইটির আয়োজনে দিনব্যাপি সুন্নতে খাৎনা ও রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার বাঘিয়া বাজারে বাংলাদেশ প্যাট্রিয়ট সোসাইটির কার্যালয় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক শিশুর সুন্নতে খাৎনা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়। কোয়ান্টাম ফাউন্ডেশনের অভিজ্ঞ প্যারামেডিক টিমের ১০ জন সদস্য এই খাৎনা ও মেডিক্যাল পরিচালনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. রাশেদুজ্জামান। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন বাবু, দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের এএসআই মুস্তাফিজুর রহমান, টঙ্গীবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহ-সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক ইখতিয়ার হোসেন শিকদার, বাংলাদেশ পেট্রিয়ট সোসাইটির সভাপতি খাদেমুল ইসলাম বিদ্যুৎ, কার্যনির্বাহী কমিটির সদস্য হাবিব বেপারী, হজরত আলী প্রমুখ। খাৎনা শেষে প্রতিটি শিশুকে ১টি লুঙ্গি, ১টি গামছা ও ঔষধপত্র দেওয়া হয়।