নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতন সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তর মুন্সীগঞ্জ এর আয়োজনে গতকাল বুধবার বেলা ১১টায় একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হল : “সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি”। বর্ণাঢ্য র্যালিতে জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ, ঔষধ প্রশাসন অধিদপ্তর, সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নেতৃবন্দ ও সাধারণ ঔষধ ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। র্যালি শেষে আলোচনা সভা হয়। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদির মিয়া, সিভিল সার্জন প্রতিনিধি ডাঃ মোঃ জসিম উদ্দিন, মেডিকেল অফিসার ইউএইচএফপিও ডাঃ মোঃ কামরুল হাসান, ঔষধ প্রশাসন মুন্সীগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রাজিবুল হাবিব, সহকারী পরিচালক মাহবুব হোসেন।
এসময় সভার সভাপতি বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায় বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স থেকে রক্ষা করার জন্য সকলে মিলে একত্রে কাজ করতে হবে।
সভায় এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এর ভয়াবহ পরিণতি এবং এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধের উপায় ও সংশ্লিষ্টদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সৈয়দা ইয়াসমিন সুলতানা। এসময় অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন ঔষধ ব্যবসায়ী শওকত আলম খান, আশরাফুল আলম সোহেল প্রমুখ।
মুন্সীগঞ্জে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতন সপ্তাহ পালিত
আগের পোস্ট