নিজস্ব প্রতিবেদক
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৪শত ৫ টাকার বিনিময়ে ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি চিনি বিক্রয় করা হয়। পণ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার ও আটপাড়া ইউনিয়নের ট্যাগ অফিসার মোঃ নাছির উদ্দীন। এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি সচিব মোবারক হাসান, আটপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ মেছের আলী খান, মহিলা ইউপি সদস্য জরিনা বেগম, ইউপি সদস্য রানা হাবিবুল্লাহ মিয়া, সালাউদ্দিন।
ট্যাগ অফিসার মোঃ নাছির উদ্দীন বলেন, ৩শত ৫২ জন হতদরিদ্র মানুষের মাঝে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে।