নিজস্ব প্রতিবেদক
“প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” – এ শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতীয় যুব দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে ইউএনও সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তোহা শাকিল, কৃষি অফিসার শান্তনা রানী, যুব উন্নয়ন অফিসার আব্দুল বাকী, মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশান ফেরদৌস, সমাজসেবা অফিসার মাহফুজা পারভীন চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী, শ্রীনগর (সদর) ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, শ্যামসিদ্ধি ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন, কোলাপাড়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু, বীরতারা ইউপি চেয়ারম্যান গাজী শহিদুল্লাহ কামাল ঝিলু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন সমাজসেবমূলক সংগঠন ও সফল আত্মকর্মীবৃন্দ। সভা শেষে সার্টিফিকেট ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।
শ্রীনগরে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা
আগের পোস্ট