নিজস্ব প্রতিবেদক
শ্রীনগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় স্কুল শিক্ষিকাসহ তার ১০ বছরের শিশুপুত্র আহত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টায় শ্রীনগর সদর বাজার সংলগ্ন মাদবর পাড়ায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, ফ্রান্স প্রবাসী মোঃ আতাউর রহমানের স্ত্রী ও শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষিকা মাহমুদা আক্তার (৪০)কে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার সৎ ভাই মোতালেব হোসেন ও তার ছেলে দিপুসহ বহিরাগত কয়েকজন মিলে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় তার ছেলে আফ্রিদি (১০) মাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করে। তাদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত স্কুল শিক্ষিকা ও তার ছেলে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আহত শিক্ষিকা বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে ওসি আমিনুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
শ্রীনগরে সন্ত্রাসী হামলায় স্কুল শিক্ষিকা আহত
আগের পোস্ট