নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়ন পর্যায়ে হালনাগাদকৃত ভোটারের ছবি তোলার কাজ শুরু হয়েছে। এর আগে বাড়ি বাড়ি গিয়ে ২১ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত উপজেলার ১০টি ইউনিয়নে তথ্য সংগ্রহের কাজ শেষ করা হয়। সারা দেশের ন্যায় লৌহজং উপজেলার ১০টি ইউনিয়নে তথ্য সংগ্রহের পর ভোটারদের ছবি, আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ গ্রহণ করে ভোটার নিবন্ধন করা হবে। এসময় নতুন ভোটার হতে আসা তরুণদের পাশাপশি ছিল বয়স্কদের উপচেপড়া ভিড়। গতকাল সোমবার সকাল ৯টায় লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদ থেকে ভোটারদের ছবি তোলার কার্যক্রম উদ্বোধন করেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল আউয়াল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা রিয়াজ আহমেদ, বেজগাঁও ইউপি চেয়ারম্যান মো. ফারুক ইকবাল মৃধা ও সচিব তানিয়া ইসলাম। ছবি তোলার কাজ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। লৌহজংয়ের বিভিন্ন ইউনিয়নে এ কার্যক্রম চলবে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত।
জানা গেছে, মহামারি করোনাভাইরাসের কারণে দুই বছর ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম বন্ধ ছিল। যারা ভোটার হতে পারেননি তারা নতুন ভোটার হওয়ার সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেন।
নতুন ভোটার হতে আসা সালমা আক্তা নাদিয়া, আছমা আক্তার, রিয়া মনি আক্তার, বিলকিস বেগম, মিথিলা আক্তার, শফিক মিয়া শাহিন, বাঁধন বলেন, আমাদের ১৮ বছর পূর্ণ হয়েছে বেশ কিছুদিন পূর্বেই। কিন্তু করোনার কারণে হালনাগাদ কার্যক্রম শুরু না হওয়ায় ভোটার হতে পারিনি। দেশের একজন ভোটার হয়ে ভাল লাগছে।
লৌহজং উপজেলা নির্বাচন কার্যালয় থেকে জানা গেছে, আগামী তিন বছরের মধ্যে যারা ভোটার হওয়ার যোগ্য অর্থাৎ ১৮ বছর বয়সী হবেন, তাদের তথ্য সংগ্রহ করা হয়েছে। সে হিসেবে ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম তাদের ছবি তোলা হবে। এক্ষেত্রে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে ১৭ ডিজিটের অনলাইন জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), মা-বাবার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও পানি, বিদ্যুৎ অথবা গ্যাস বিলের ফটোকপি প্রয়োজন হবে।