নিজস্ব প্রতিবেদক
গজারিয়ার ইসমানিরচরে মেঘনা নদীর ভাঙ্গন নিয়ে দৈনিক মুন্সীগঞ্জের কাগজসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর পরিদর্শনে আসেন নির্বাহী প্রকৌশলীসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। গতকাল রবিবার বেলা ১১টায় উপজেলার হোসেন্দী ইউনিয়নে নদী ভাঙ্গন কবলিত এলাকা ইসমানিরচরসহ বালুয়াকান্দী, ভবেরচর ও বাউশিয়া ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, মুন্সীগঞ্জের নির্বাহী প্রকৌশলী রনেন্দ্র শংকর চক্রবর্তী। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউল ইসলাম চৌধুরী বলেন, পরিদর্শন শেষে ঝুঁকি বিবেচনায় দ্রুত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরিদর্শন শেষে এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মুন্সীগঞ্জের নির্বাহী প্রকৌশলী রনেন্দ্র শংকর চক্রবর্তী বলেন, আমরা খুব দ্রুত ভাঙ্গন প্রতিরোধে বালিভর্তি জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করবো। সেইসাথে স্থায়ীভাবে বাঁধ নির্মাণের বিষয়টিও প্রক্রিয়াধীন।
পত্রিকায় সংবাদ প্রকাশের পর নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী
আগের পোস্ট