নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগরে শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ রুহুল আমিন। এছাড়াও শ্রীনগর উপজেলা ইসলামী ফাউন্ডেশনের পরিচালক মোঃ শাহাদাত হোসেনসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রীনগরে শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
আগের পোস্ট