ঘন কুয়াশায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ১৩ ঘন্টা ফেরী চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় যানবাহনের চাপ বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ঘন কুয়াশার কারণে ১৩ ঘন্টা ফেরী চলাচল বন্ধ থাকায় গতকাল বুধবার লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে যানবাহনের চাপ দেখা গেছে। কুয়াশার কারণে গত মঙ্গলবার রাত সাড়ে ৯টায় দূর্ঘটনা এড়াতে ফেরী চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা কমে যাওয়ায় ফেরী চলাচল স্বাভাবিক হয়। ১৩টি ফেরী দিয়ে রাতের গাড়ি পার না হতেই বেলা বাড়ার সাথে সাথে ঘাট এলাকায় প্রচুর গাড়ি চলে আসায় চাপ সৃষ্টি হয়। ঘাট এলাকায় দক্ষিণ বঙ্গগামী ৫ শতাধিক গাড়ি বিকাল পর্যন্ত পারের অপেক্ষায় ছিল। ছোট গাড়ি ও নাইটকোচগুলো অগ্রাধিকার দিয়ে দুপুরের মধ্যে পার করা হয়েছে।
এর আগে রাতে কুয়াশার সময় দুই পাড় থেকে ছেড়ে যাওয়া ৬টি ফেরী দিক নির্ণয় বয়াতি না দেখায় মাঝ নদীর বিভিন্ন পয়েন্টে নোঙরে ছিল। ৪টি ফেরী শিমুলিয়া ঘাটে লোডে থাকা কুয়াশা কমে যাওয়ায় সকাল সাড়ে ১০ টায় ছেড়ে গিয়েছে। রাতে মাঝ নদীতে ও ঘাটে থাকা এ রুটের হাজারো যাত্রীদের কনকনে ঠান্ডা ও কুয়াশায় চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।
মাওয়া বিআইডব্লিউটিসি মেরিন ইঞ্জিনিয়ার শাজাহান আলী জানান, কুয়াশার কারণে গত রাত সাড়ে ৯টা থেকে আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত ফেরী চলাচল বন্ধ ছিল। ১৩ ঘন্টা বন্ধ থাকায় ৫ শতাধিক যানবাহন আটকে আছে। কুয়াশার কারণে মাঝ নদীতে রাতে ৬টি টি ফেরী নোঙরে ছিল। শিমুলিয়া ঘাটে ৩০ টির মত নাইটকোচ পার করার চেষ্টা চলছে।
১৩ টি ফেরী দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে, তবুও চাপ কমছে না। নতুন করে আরো গাড়ি এসে যোগ হচ্ছে। এতে করে যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে।