নিজস্ব প্রতিবেদক
গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দীতে (নয়াকান্দী) রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি আশ্রয় প্রকল্প থেকে নয়াকান্দি সাধনার বাড়ি পর্যন্ত রাস্তার কাজের উদ্বোধন করেন ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মোঃ লিটন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, সহকারী ইঞ্জিনিয়ার সালমা আক্তার, স্থানীয় ইউপি সদস্য মোঃ ইলিয়াস প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানা যায়, ত্রাণ ও দূর্যোগ অধিদপ্তরের আওতায় দুইটি প্রকল্পে ইটের সলিংয়ের জন্য ৫০ লক্ষ টাকা বরাদ্দ এসেছে, যার একটি এই রাস্তাটি।
গজারিয়ার ভবেরচরে রাস্তার কাজের উদ্বোধন
আগের পোস্ট