নিজস্ব প্রতিবেদক
শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের পূর্ব আটপাড়া খাল দখল করে একটি দোকানঘর নির্মাণ করতে দেখা গেছে। শ্রীনগর-মুন্সীগঞ্জ আন্তঃসড়কটির পূর্ব আটপাড়া পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের সামান্য পূর্বদিকে একই এলাকার মৃত বজলুর রহমানের পুত্র মজিবর বেপারী খালে ঘরটি নির্মাণ করছেন। গতকাল রোববার দুপুরের দিকে সরেজমিনে দেখা যায়, সড়কের দক্ষিণ পাশের শোল্ডারে থাকা বনায়নের কয়েকটি গাছ ও গাইডওয়ালের পরে প্রবাহমান খালটির প্রায় ১৫ ফুট ভিতরে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। সিমেন্টের খুঁটি ও কাঠ দিয়ে প্রায় ১৫ ফুট প্রস্থ এবং ৩০ ফুট দৈর্ঘ্য নির্মাণাধীন স্থাপনাটি পুরোটাই খালের মধ্যে। নির্মাণাধীন স্থাপনার বিষয়ে জানতে চাইলে মজিবর বেপারী (৫০) নামে এক ব্যক্তি বলেন, ঘরটি তিনি নির্মাণ করছেন। জায়গাটি তার মালিকানা কি না জানতে চাইলে তিনি বলেন, সবাই তুলে আমিও তুলছি। খালের দক্ষিণ পাশে বসতবাড়ি সেই সুবাদে ঘরটি নির্মাণ করছেন তিনি। এ বিষয়ে জানতে আটপাড়া ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী মো. ইমাম হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করে তার সাথে কথা বলা সম্ভব হয়নি। শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজীব আহমেদ জানান, এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।
শ্রীনগরে খাল দখল করে দোকারঘর নির্মাণ
আগের পোস্ট