নিজস্ব প্রতিবেদক
সিরাজদিখানে গতকাল মঙ্গলবার অসহায় দুস্থদের মাঝে দুইশত শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। উপজেলার মালখানগর ইউনিয়ন, লতব্দী ইউনিয়ন, ইছাপুরা ইউনিয়ন, বয়রাগাদী ইউনিয়ন ও রসুনিয়া ইউনিয়নে এ বস্ত্র ২ শত পরিবারকে দেওয়া হয়। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই বস্ত্র বিতরণ করা হয়েছে। সিরাজদিখান উপজেলা যুবদলের আয়োজনে যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ রানার সার্বিক সহযোগিতায় বস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক কবির হোসেন, আশরাফ হোসেন ঝন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদ, সদস্য মেহেদী হাসান হীরা, নাসির আহমেদ, শ্রমিকদল সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক বাদশা মিয়া, স্বেচ্ছাসেবক দল জেলা সদস্য মাহমুদ হাসান ফাহাদ, মেহেদী হাসান সজল, ছাত্রদল নেতা জাবেদ আকরাম, জিতু হাওলাদার, রাতুল আহমেদ প্রমুখ।