নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে ৬৫ বছর বয়স্ক বৃদ্ধসহ ৪ জন আহত হয়েছে। আহতরা হলেন – উপজেলার বালুচর ইউনিয়নের কয়রা খোলা গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী সখিনা বেগম (৬৫), লোকমানের স্ত্রী সালমা বেগম (৩৮), মন্তাজ উদ্দিনের ছেলে জাহিদুল (৪০), আওলাদ হোসেনের ছেলে আব্দুল মোহাইমেন (৩৫)। ঘটনাটি ঘটেছে গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কয়রা খোলা গ্রামে। এতে গুরুতর আহত জাহিদুল ও আব্দুল মোহাইমেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এই ঘটনায় ২ জন আসামি গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন ওয়াজকুরুনীর ছেলে মো. সাইদুল (৩৭) ও মো. বিল্লাল (৪০)। প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে উপজেলার কয়রা খোলায় গিয়াস উদ্দিনের বাড়ির সামনে রাস্তার উপর জাহিদুল ও মোহাইমেনকে পথরোধ করে একই গ্রামের ওয়াজকুরুনীর ছেলে শফিকুল (৩০), সাইদুল (৩৭), বিল্লাল (৪০), সিরাজ উদ্দিনের ছেলে স্বপন (৩৭), রামকৃষ্ণদী গ্রামের ইবনে সউদের ছেলে জুয়েল (৩০), আতাউল্লাহর ছেলে আকরাম (২৫) সহ আরো ২/৩ জন। এসময় তারা তাদের ধারালো অস্ত্র দিয়ে জাহিদুলের মাথায় ও হাতে কোপ মারে। এতে তার মাথা ফেটে যায় ও হাতের দুইটি আঙ্গুল কেটে যায়। আব্দুল মোহাইমেনের মাথায় তারা কোপ দিলে তার মাথা ফেটে যায়। তারা গিয়াসউদ্দিনের বাড়িতে ঢুকে লোকমানের বাড়িঘর ভাংচুর করে। ভাংচুরে বাঁধা দিতে আসলে লোকমানের স্ত্রী সালমা বেগম (৩৮) কে রক্তাক্ত জখম করে। গিয়াসউদ্দিনের স্ত্রী সখিনা বেগম (৬৫) বাঁধা দিতে আসলে তাকেও মারধর করা হয়। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, এই ঘটনায় আমরা দুইজন আসামিকে গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।