নিজস্ব প্রতিবেদক
গজারিয়ায় কঠোর লকডাউনের দ্বিতীয় ধাপের প্রথম দিনেও অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কঠোর লকডাউনের দ্বিতীয় ধাপের প্রথম দিনে ভ্রাম্যমাণ আদালত ও সেনাবাহিনীর সদস্যগণ চারটি দোকান মালিককে নগদ টাকা, মাস্ক না পরায়, যানবাহনের কাগজপত্র না দেখাতে পারায় মোট ৮ হাজার ৫ শত টাকা জরিমানা করেন। ঘটনাস্থল থেকে প্রতিটি দোকান বন্ধ করে দেন উপজেলা ভূমি কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা। এক প্লাটুন সেনাবাহিনীর চৌকস কর্মকর্তাদের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন সিনিয়র সচিব নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী, উপজেলা ভূমি কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা।
গজারিয়ায় স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা
আগের পোস্ট