নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তফা বেপারী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের চাঠাতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত হাবিবুল্লাহ বেপারীর ছেলে। জানা গেছে, সকাল ৮টার দিকে মোস্তফা বেপারী তার বাড়ির পাশের রাস্তায় গরুর জন্য ঘাস কাটতে যান। এসময় ওই রাস্তার উপর দিয়ে নিমার্ণাধীন পূর্ব চাঠাতিপাড়া জামে মসজিদের জন্য অস্থায়ীভাবে নেওয়া বৈদ্যুতিক তার রাস্তার উপর পড়ে থাকলে ঘাস কাটার সময় ওই তারে জড়িয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। পরে মোস্তাফা বেপারীকে স্থানীয় লোকজন ও তার পরিবার উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কাজী সোনিয়া তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গীবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
আগের পোস্ট