নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার যুগান্তর প্রতিনিধি সাংবাদিক আবু বাক্কার মাঝির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভাবে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করায় মামলার বাদী ও সহায়তাকারীকে আটক করে জেলহাজতে প্রেরণের পর উক্ত ব্যক্তিদ্বয়ের পক্ষে গতকাল রবিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মুন্সীগঞ্জের ভার্চ্যুয়াল আদালতে দ্বিতীয়বারের মত জামিন আবেদন করলে আদালত উভয়পক্ষের শুনানিয়ান্তে জামিন আবেদন নামঞ্জুর করেছে। আটককৃতরা হলেন সদর থানাধীন মিরকাদিমের হেলালের স্ত্রী খানসামা নাসিমা বেগম (৩৮) ও দিঘীরপাড়ের ডেকোরেটর মালিক শিলই গ্রামের রহমান হালদারের ছেলে আলম হালদার (৪২)।