নিজস্ব প্রতিবেদক,২৬ সেপ্টেম্বর ঃ মুন্সীগঞ্জের লৌহজং মাওয়া মৎস্য আড়ৎ থেকে নিষিদ্ধ বাগদা চিংড়ি সহ পাঁচ জেলেকে আটক করেছে র্যাব-১১। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোরে অভিযান চালালে র্যাবের ১১-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী ১-এর কমান্ডার মো. সাইফুর রহমানের নেতৃত্বে ২৫০ কেজি ওজনের বাগদা চিংড়ি আটক করা হয়। আটককৃত বাগদা চিংড়ির আনুমানিক বাজার মূল্য দু লক্ষ টাকা। লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযুক্ত পাঁচ জনকে ১ মাসের জেল প্রদান করে আদালতে প্রেরণ করেন। অভিযুক্তরা হলেন, উপজেলার দক্ষিন মেদিনী মন্ডল গ্রামের শান্তি দাস (৬৫), ভজন লাল দাস (৫৮), জাকির হোসেন (২৮), মো. সোহাগ (২৮) ও লৌহজংয়ের ঝাউটিয়া গ্রামের রনি মালো (২৫)। আটককৃত জেলিযুক্ত চিংড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) ইদ্রিস তালুকদারের নেতৃত্বে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
০ comment
পরের পোস্ট