নিজস্ব প্রতিবেদক
পদ্মায় ড্রেজারের সাথে ধাক্কা লেগে ডুবে যাওয়া ফেরি রাণীগঞ্জ উদ্ধার করা হয়েছে। গত সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় উদ্ধারকারী জাহাজ নির্ভীক ফেরিটি টেনে তোলে। এর আগে গত ৬ ডিসেম্বর রাত পৌনে ১১টার দিকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের জাজিরার কাছাকাছি ড্রেজারের ধাক্কায় ২১টি যানবাহনসহ ডাম্প ফেরি রাণীগঞ্জের তলা ফেটে যায়। পরে দ্রুত ফেরিটি বাংলাবাজার ঘাটে নোঙ্গর করে। ডুবে যেতে থাকা ফেরি থেকে ৭টি যাত্রীবাহী বাস, ৭টি প্রাইভেটকার এবং পণ্যবাহী ৭টি ট্রাক নামিয়ে আনা হয়। এরপরই ঘাটের অপর প্রান্তে তীরে নোঙ্গর করা ফেরিটি আস্তে আস্তে ডুবে যায়। বিআইডব্লিউটিএ’র উপ পরিচালক মো. জসিম উদ্দিন জানিয়েছেন, গত ৭ ডিসেম্বের বরিশাল থেকে রওনা হয়ে ৯ ডিসেম্বর সন্ধ্যায় নির্ভীক র্দুঘটনাস্থলে পৌঁছায়। ১০ ডিসেম্বর থেকে নির্ভীক উদ্ধার কাজে অংশ নেয়। অবশেষে ১৪ ডিসেম্বর সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় ফেরিটি উদ্ধারে সমর্থ হয়। বিআইডব্লিউিটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক জানান, বড় আকারের ফেরিটি উদ্ধার করা ছিল কঠিন ও জটিল একটি কাজ। অবশেষে বিআইডব্লিউটিএ’র কর্মীদের চেষ্টায় উদ্ধার প্রক্রিয়া সফল হয়। বিআইডব্লিউিটিএ’র উদ্ধারকারী জাহাজ নির্ভীক এই প্রথম কোনো ফেরি উদ্ধারে সক্ষম হলো। ফেরিটির ওজন ছিল ২২০ মেট্রিক টন। আর নির্ভীকের সক্ষমতা ২৫০ মেট্রিক টন।
পদ্মায় ড্রেজারের সাথে ধাক্কা লেগে ডুবে যাওয়া ফেরি উদ্ধার
আগের পোস্ট