নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রতিবেশীকে দুর্ভোগে ফেলে স’মিল (করাত কল বা কাঠ কাটার মেশিন) স্থাপন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন এলাকায় স’মিল স্থাপনের এ অভিযোগ পাওয়া গেছে। স’মিল হচ্ছে করাত কল বা কাঠ কাটার মেশিন। যেখানে দিনভর কাঠ কাটার ফলে ধুলাবালিতে পরিবেশ দূষণ ও শব্দ দূষণ হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি। অভিযোগকারী আব্দুল হালিম বেপারী জানান, তার বাড়ির পাশে একই ইউনিয়নের কালাম পাঠান ব্যবসা করার জন্য একটি স’মিল স্থাপন করেছে। যা তার বাড়িতে বসবাস করা ব্যক্তি ও ছোট বাচ্চাদের ঘুমের ব্যাঘাত ঘটাসহ পড়াশোনার মারাত্মক ক্ষতি সাধন করবে। এ বিষয়ে তিনি শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সরেজমিনে স’মিলটি পরিদর্শনে গেলে দেখা যায়, বসতবাড়ি থেকে কয়েক ফুট দূরত্বে গাছ কাটার জন্য একটি স’মিল স্থাপন করা হয়েছে। যার বিকট শব্দে ও ধুলাবালিতে আশেপাশের বাড়িঘরে থাকা দায় হয়ে যাবে। মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে থাকবে আশেপাশের ছোট ছোট বাচ্চারা ও বয়োবৃদ্ধ ব্যক্তিরা। এ বিষয়ে স্থানীয় মাসুদ বেপারী জানান, তার বাড়ি থেকে কয়েক ফুট দূরত্বে একটি স’মিল স্থাপন করা হচ্ছে। যা স্থাপন হলে দিনের বেলাতে বাড়িতে থাকা দায় হয়ে যাবে। ছোট বাচ্চাদের ঘুমের ব্যাঘাত ঘটাসহ পড়াশোনার মারাত্মক ক্ষতি হবে।
এ বিষয়ে স’মিল মালিক কালাম পাঠান জানান, সে জায়গা ভাড়া পেয়েছে তাই ব্যবসা করার জন্য স’মিল স্থাপন করেছে। এ বিষয়ে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তারকে অবগত করলে তিনি জানান, অভিযোগ দিয়ে থাকলে এ বিষয় দেখার জন্য কাউকে দায়িত্ব দেয়া হয়েছে।
ভাগ্যকুলে প্রতিবেশীকে দুর্ভোগে ফেলে স’মিল স্থাপন
আগের পোস্ট