নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের লৌহজংয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতা সম্মাননা লাভ করেছেন। লৌহজং উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে মানববন্ধন, আলোচনা সভা, নির্বাচিত জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন ও শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলীমা খাতুন। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম ও নারী নেত্রী সালমা পারভেজ। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে ৫ ক্যাটাগরির জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। সফল জননী শিপ্রা পোদ্দার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী কাজী রুনা, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ফেরদৌসী আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরুতে হাজী হোসনে আরা ও সমাজ উন্নয়নে বিশেষ ভূমিকায় নাজনীন জামান সম্মাননা লাভ করেন। এর আগে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া ৩০ জন প্রশিক্ষিত মহিলার মধ্যে ৩ লাখ ৫০ হাজার টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।
লৌহজংয়ে ৫ জয়িতার সম্মাননা লাভ
আগের পোস্ট