নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের পুরা গ্রামের ইটের রাস্তাটির বেহাল দশা বিরাজ করছে। রাস্তাটির বিভিন্ন স্থানে ইতোমধ্যে ইটের অংশ উঠে গেছে। এর ফলে এ পথ দিয়ে পথচারীরা বর্তমানে চলাচলে অনেকটাই অসুবিধার মধ্যে পড়েছে। এ পথ দিয়ে ছোট ছোট যানবাহনও চলাচল করছে। পুরা বাজারের সেতুটি ভেঙ্গে যাওয়ায় অনেকে শর্টকার্টে বাঘিয়া বাজারে যাওয়ার জন্য এ পথটি বেছে নেন বলে শোনা যাচ্ছে। সেই কারণে এ রাস্তাটি বর্তমানে অনেকের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বন্যার পানির কারণে রাস্তার এক অংশ ডুবে যাওয়ায় সেই অংশেই মাটি সরে গেছে। এর ফলে সেখানকার রাস্তার ইটও সরে যাচ্ছে। তাতেই এ পথে চলাচলে সাময়িক অসুবিধা দেখা দিয়েছে। দ্রুত রাস্তাটি মেরামত করা না হলে যেকোন সময়ে এ রাস্তাটি বন্ধ হয়ে যেতে পারে বলে এখানকার গ্রামবাসীরা জানিয়েছে।