নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পুরা গ্রামের পুকুরের পাড় ভেঙ্গে যাওয়ায় গ্রামবাসী চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত পথচারী চলাচল করে। এই গ্রামের মানুষজন এখন অনেকের বাড়ির ভিতরে দিয়ে যাতায়াত করছে। এই পুকুরের চারপাশে ছিলো সৌন্দর্য্যমন্ডিত সারি সারি নারিকেল গাছ, যার বাহিরে পথচারী চলাচলের জন্য প্রায় চার ফিট চওড়া রাস্তা ছিলো। সেই রাস্তা ভেঙ্গে নারিকেল গাছগুলো পুকুরের খোরাক হয়েছে। এখন পুকুরের পাড়ের বসতবাড়িগুলো হুমকির মুখে রয়েছে। গ্রামবাসীর নিজ উদ্যোগে পুকুরের চারপাশে বাঁশ পুঁতে বালির বস্তা ফেলা হয়েছে কিন্তু সেটা বৃষ্টির পানি আসলে ভেঙে নেমে যায়। চলমান সময়ে ভাঙ্গা রাস্তার উপর দিয়ে বাঁশ ফেলে সাঁকো বানিয়ে চলাচল করছে পথচারী। এই রাস্তা দিয়ে ছোট ছোট বাচ্চা, বৃদ্ধ, কিশোর কিশোরী সব বয়সের মানুষ চলাচল করে। মরণ ফাঁদ বাঁশের ফাঁকে পা আটকিয়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে যেকোনো সময়। পুকুরটি স্থানীয় পুরা ডি. সি. উচ্চ বিদ্যালয়ের সম্পত্তি। যশলং ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আলমাস চোকদার বলেন, প্রতি বছর মাছ চাষ করার ফলে পুকুরের চারপাশ ভেঙ্গে দিন দিন এর আয়তন বড় হচ্ছে। স্কুল কর্তৃপক্ষের সাথে আলাপ করে পুকুরের পাড় মেরামত করার ব্যবস্থা করবো।
টঙ্গীবাড়ীতে পুরা গ্রামে সাঁকোই পারাপারের একমাত্র ভরসা
আগের পোস্ট