নিজস্ব প্রতিবেদক
দেশব্যাপী বন্যা পরিস্থিতি মোকাবেলার অংশ হিসাবে মুন্সীগঞ্জের বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য ও চিকিৎসা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল শনিবার দুপুরে জেলার টঙ্গিবাড়ী উপজেলার দিঘীরপাড়, কামারখাড়া, হাসাইল, বানারী ও পাঁচগাঁও ইউনিয়নের বন্যা কবলিত ৫২০টি পরিবারে মাঝে এই সহায়তা বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, মুড়ি, গুড়, লবন, মোমবাতি, দিয়াশলাই, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও বিশুদ্ধ পানি। লেফট্যানেন্ট কমান্ডার সোলাইমান কবির এর নেতৃত্বে সহায়তা বিতরণকালে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মুন্সীগঞ্জের বন্যা কবলিতদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে নৌবাহিনী
আগের পোস্ট