নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইয়াসমিন দেলোয়ার হাসপাতালের উদ্যোগে পানিবন্দি ৫ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া পরিবারে মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ,আটা ও বিস্কুট। এই ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা আক্তার, মুন্সীগঞ্জ র্যাব-১১ কমান্ডার এএসপি প্রণব কুমার, রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক খান বারী, ইয়াসমিন দেলোয়ার হাসপাতালের পরিচালক রবিন মিয়া, আরেক পরিচালক ইভা আক্তার, ল্যাব ইনচার্জ মোঃ রিপন মোল্লা, উপজেলা প্রকল্প অফিসার আশিকুর রহমান এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শ্রীনগরে ৫ শতাধিক পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
আগের পোস্ট