নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে গতকাল মঙ্গলবার নতুন আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এ নিয়ে জেলায় মোট ২৫৯৯ জনের করোনা শনাক্ত হলো। নতুন ১৯ জন সুস্থ হয়েছে। জেলায় করোনা জয়ীর সংখ্যা ১৩৭৬ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন ১ জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মারা গেছেন ৫৯ জন। সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানিয়েছেন, মঙ্গলবার নতুন শনাক্ত ১২ জনের মধ্যে সদর উপজেলায় ৮ জন, সিরাজদিখান উপজেলায় ২ জন, শ্রীনগর উপজেলায় ২ জন করোনা শনাক্ত হয়েছে। গত ২০ জুলাই তারিখের ৭৩টি রিপোর্ট এসেছে এর মধ্যে ১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মুন্সীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, জেলায় মোট শনাক্ত ২৫৯৯
আগের পোস্ট