নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগরে এক ইউপি চেয়ারম্যান দম্পতিসহ নতুন করে ৮ জনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১৮ জনে। সর্বমোট সুস্থ হয়েছেন ৯৭ জন। এর মধ্যে মারা গেছেন ৪ জন। গত শনিবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এসব তথ্য জানা যায়। নতুন অক্রান্তদের মধ্যে উপজেলার কুকুটিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও তার স্ত্রী। এছাড়াও উপজেলার বেজগাঁয় ২ জন পুরুষ, দেউলভোগে ১ জন পুরুষ, হাঁসাড়ায় ১ জন পুরুষ, ষোলঘরে ১ জন পুরুষ ও শ্রীনগর থানায় কর্মরত ডিএসবি’র ১ জন পুরুষ।