নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। আর এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করায় পরিবারকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুুলেছেন ভুক্তভোগীর পরিবার। জানা যায়, গত ১১ জুন বিকেলে উপজেলার মেদিনী মন্ডল ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের মৃত খোকন সরদারের ছেলে নয়ন সরদার (৩৮) পাশের বাড়ির ৭ বছরের একটি শিশুকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে জোর করে ধর্ষণ করে। শিশুটিকে উদ্ধার করে প্রথমে পাশের শ্রীনগর উপজেলার ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জেলা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনা ধর্ষকের দুই ভাই লিটন সরদার ও স্বপন সরদারকে জানানো হয়। তারা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেও বিচারের নামে কালক্ষেপণ করে। শেষে গত ১৯ জুন সন্ধ্যায় ধর্ষিত শিশুর মা বাদী হয়ে লৌহজং থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। লৌহজং থানায় যাহার মামলা নং- ১৬। এদিকে, মামলা করায় ভুক্তভোগী শিশুর মা-বাবাকে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি-ধমকি দিচ্ছেন অভিযুক্ত নয়নের আপন ভাই লিটন সরদার, স্বপন সরদার ও চাচাতো ভাই শওকত সরদার। মামলা তুলে নিতে চাপ দেওয়ায় ভুক্তভোগী শিশুর মা গত ২৪ জুন উক্ত তিনজনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন। বাদীকে মামলা তুলে নিতে চাপ দেওয়ার প্রসঙ্গে শওকত সরদার বলেন, বাদীর অভিযোগ ভিত্তিহীন। আমাদের হেয় করার জন্য এ মামলা দেওয়া হয়েছে। তাছাড়া বাদীর সঙ্গে আমাদের জায়গা জমির সীমানা নিয়ে বিরোধ রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-সহকারী পরিদর্শক তাপস কুমার দাস বলেন, অভিযুক্ত নয়ন সরদার পলাতক রয়েছে, তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
লৌহজংয়ে ৭ বছরের শিশু ধর্ষণ; মামলা তুলে নিতে বাদীকে হুমকি
আগের পোস্ট