নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের ছয় উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮৫৬ জনে। এদিকে জেলায় নতুন করে ২৪ জনসহ মোট ৫২২ জন এ পর্যন্ত করোনা জয় করে সুস্থ হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ মুন্সীগঞ্জের কাগজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২১ ও ২২ জুন নিপসমে পাঠানো নমুনার মধ্যে ২৪৩টির ফলাফল গতকাল মঙ্গলবার এসেছে। প্রাপ্ত ফলাফলে নতুন করে আক্রান্ত ২৪ জনের মধ্যে সদর উপজেলায় আটজন, টঙ্গীবাড়িতে তিনজন, সিরাজদিখানে দুইজন, লৌহজংয়ে একজন, শ্রীনগরে আটজন ও গজারিয়ায় দুইজন রয়েছে। তবে জেলায় করোনা আক্তান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। এ পর্যন্ত জেলায় মৃত্যুর সংখ্যা ৪৪। নতুন করে সুস্থ হওয়া ২৪ জনের মধ্যে সিরাজদিখানে ১৪ জন ও সদর উপজেলায় ১০ জন রয়েছে। তিনি আরো জানান, জেলা থেকে গত ২৪ ঘণ্টায় ২০৭ জনের নমুনা পরীক্ষার জন্য নিপসমে প্রেরণ করা হয়েছে। এ নিয়ে জেলা থেকে মোট ৯ হাজার ছয়জনের নমুনা প্রেরণ করা হলো। এদের মধ্যে এখন পর্যন্ত ৮ হাজার ৫১১ জনের ফলাফল পাওয়া গেছে।
মুন্সীগঞ্জে মোট করোনা আক্রান্ত ১৮৫৬, সুস্থ ৫২২
আগের পোস্ট