নিজস্ব প্রতিবেদক
সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে মুন্সীগঞ্জ-মাদারীপুরের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। পদ্মা সেতুর কাজের সুবিধার জন্য গতকাল বুধবার সকাল ১১টা থেকে ফেরিসহ এ নৌরুটে সব যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ মহাব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, পদ্মা সেতুর ৩১ তম স্প্যান বসানোর কাজের সুবিধার জন্য শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি, লঞ্চ, স্পিডবোট, ট্রলারসহ সব ধরনের জলযান চলাচল বন্ধ রাখা হয়েছিল। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু
আগের পোস্ট