নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪টি গাঁজা গাছ জব্দ করা হয়েছে। এসময় শাহানাজ (৪৮) নামের এক নারীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃত নারী শাহানাজ (৪৮) মিরকাদিম পৌরসভার নৈদিঘীরপাড় এলাকার মনসুর রহমানের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সাকিব। তিনি জানান, গত সোমবার দুপুর ২টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার নৈদিঘীরপাড় এলাকার গ্রেফতারকৃত আসামী শাহানাজ এর বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার বাড়ির ২য় তলার ছাদ থেকে ৪টি গাঁজা গাছের চারা জব্দ করা হয়। এসময় আমাদের উপস্থিতি টের পেয়ে গ্রেফতারকৃত আসামী শাহানাজ এর স্বামী মাদক ব্যবসায়ী মনসুর রহমান ওরফে কালু (৬৫) পালিয়ে যায়। আসামীদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মুন্সীগঞ্জ ডিএনসি’র অভিযানে চাষকৃত গাঁজা গাছ জব্দ, গ্রেফতার ১
আগের পোস্ট