নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের ঢাকা-দিঘীরপাড় সড়কের পুরা বাজার বেইলী ব্রিজটি কাঠের গুঁড়ি ভর্তি ট্রাকসহ ধসে পড়েছে। টঙ্গীবাড়ি উপজেলার পুরা বাজারে গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে ব্রিজটি ধসে পড়ে। এতে দিঘীরপাড় ও আশপাশের এলাকার সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কাঠের গুঁড়ি ভর্তি একটা ট্রাক ব্রিজটি অতিক্রম করার সময় বিকট শব্দে ব্রিজটি ধসে পরে। তবে চালক ও হেলপার অক্ষত অবস্থায় উঠে আসতে সক্ষম হয়েছে। ট্রাকসহ ব্রিজটি এখন খাদে পড়ে আছে। লোকজন এখন ট্রলারে করে পার হচ্ছে। গুরুত্বপূর্ণ এ সড়কটিতে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দিঘীরপাড় ও এর আশপাশের বেশ কিছু এলাকার যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে এলাকার মানুষ বিড়ম্বনায় পড়েছে। স্থানীয়রা জানায়, ট্রাকটিতে বোঝাই করে কাঠের গুঁড়ি নিয়ে যাচ্ছিল। অতিরিক্ত ওজনের ফলে লোড নিতে না পারায় সেতুটি ধসে পড়ে। টঙ্গীবাড়ি থানার ওসি শাহ মোঃ আওলাদ হোসেন জানান, ট্রাকটি দ্রুত উদ্ধার এবং সড়কটি সচল করার জন্য চেষ্টা করা হচ্ছে। এটি সড়ক ও জনপথের সেতু। তাদের বলা হয়েছে। এ ঘটনায় লোকজন বা ট্রাক চালকের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
মুন্সীগঞ্জে ট্রাকসহ বেইলী ব্রিজ ধসে পড়েছে
আগের পোস্ট