নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ আইনজীবী সমিতি ভার্চুয়াল আদালত বর্জনের সিদ্ধান্ত বহাল রাখায় বিপাকে পড়েছে আসামীদের স্বজনরা। এক আসামীর স্বজন রাসেল জানান, আইনজীবীদের এ সিদ্ধান্তে আমরা হতাশ। এরকম চলতে থাকলে হয়তো অনেকেই ঈদের আগে কারাগার থেকে মুক্তি পাবে না। কারণ মুন্সীগঞ্জে ভার্চুয়াল আদালত বর্জনের বহালে আমরা জামিন চাইতে পারছিনা। মুন্সীঞ্জে ভার্চুয়াল আদালত বর্জনের বিষয়ে গত শনিবার জেলা আইনজীবী সমিতির ভবনে অনুষ্ঠিত সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সমিতির সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভার আইনজীবীরা বিষয়টি বিস্তারিত আলোচনার পর পূর্ববর্তী আলোচনা বহাল রাখা হয়।
মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির জরুরী এই সাধারণ সভার সিদ্ধান্ত এই বিরত থাকার সিদ্ধান্ত গ্রহণের আগে গত ১২ মে ভার্চুয়াল কোর্ট পরিচালনার কার্যক্রম থেকে জেলা আইনজীবী সমিতির বিরত থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছিল।
মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমানউল্লাহ প্রধান শাহিন বলেন, ‘অল্প সময়ের মধ্যে কোন প্রশিক্ষণ না নিয়ে আমরা এ কাজে যুক্ত হতে পারছি না। আদালতের ভার্চুয়াল কার্যক্রম পরিচালনা করতে আমাদের সমস্যা হবে বিধায় এ সিদ্ধান্ত নিয়েছি।’
আইনজীবী সমিতির সভাপতি মোঃ জাকারিয়া মোল্লা বলেন, ‘সমিতির সাধারণ সভায় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্তের আগে আমরা আদালতে ভার্চুয়াল কার্যক্রম পরিচালনা করছি না।’
মুন্সীগঞ্জে ভার্চুয়াল আদালত বর্জনের বহালে আসামীদের জামিন নিয়ে বিপাকে স্বজনরা
আগের পোস্ট