নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরীর পক্ষ থেকে করোনা ভাইরাসের প্রভাবে অসহায় ও কর্মহীন আড়াইশ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা বিকল্প ধারার সাধারণ সম্পাদক বজলুর রহমান বেপারী। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের চালতিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে অসহায়, কর্মহীন, দুস্থ, বিধবা, এতিম ও প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্যসমগ্রী বিতরণ করা হয়। এসব খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আটা, আলু, লবন ও সাবান।
এসময় উপস্থিত ছিলেন বিকল্প যুবধারার কেন্দ্রীয় সভাপতি ও এমপির এপিএস উপাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান বাচ্চু, উপজেলা বিকল্প ধারার সভাপতি ও রশুনিয়া ইউপির সাবেক চেয়ারম্যান এটিএম রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চন্দন, উপজেলা যুবধারার সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন শাওন, কেয়াইন ইউনিয়ন বিকল্প ধারার সভাপতি মোঃ আশরাফ, উপজেলা যুবধারার যুগ্ম সম্পাদক আরিফ হোসেন বেপারী প্রমুখ।