নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে গত রবিবার সিভিল সার্জন অফিসের ৬ জনসহ জেলায় স্বাস্থ্য বিভাগের ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে দু’জন চিকিৎসক, জেলা স্যানেটারী ইন্সপেক্টর, সেকমো, নার্স, ব্রাদার, স্বাস্থ্যকর্মী, অ্যাম্বুলেন্স চালক, আয়াসহ স্বাস্থ্য বিভাগের ১৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, এই নিয়ে জেলায় স্বাস্থ্য বিভাগের ২৯ জনের করোনা শনাক্ত হলো। এছাড়া জেলায় গত রবিবার সর্বোচ্চ সংখ্যক ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পুরো জেলায় এ পর্যন্ত আক্রান্ত সংখ্যা ১৬৬। এর মধ্যে মারা গেছেন ৭ জন।
গত রবিবার শনাক্ত হয়েছে অফিসটির প্রধান সহকারী (বড় বাবু) আব্দুল আওয়াল (৪৮), অফিস সহকারী আজিজ গাজী (৫৬), স্টোরকিপার ওবায়দুর রহমান (৩৫), ইপিআই সুপার আরিফুর রহমান (৪৩), অফিস সহকারী পপি দাস (৩২) ও নৈশ প্রহরী নুরুল হক (৫৮)। এর আগের দিন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নতুন করে করোনা শনাক্ত হয়েছে সিনিয়র স্টাফ নার্স শিউলী আক্তার (৪০), মুন্সীগঞ্জ জেনালের হাসপাতালের দুই অ্যাম্বুলেন্স চালক মনির হোসেন (৫২) ও জসিমউদ্দিনের (৫২)।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ জনের গত রবিবার করোনা শনাক্ত হয়েছে। এরা হলেন আয়া সকিনা বেগম (৩৫), পরিচ্ছন্ন কর্মী মি. ববি (৩০), এমএলএসএস মো. হোসেন (৩১), কম্পাউন্ডার কামাল উদ্দিন (৪৫) ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার মো. সোলাইমান (৪০)। এর আগে হাসপাতালটির দুই চিকিৎসকসহ আরও ৭ জনের করোনা শনাক্ত হয়। রবিবার করোনা শনাক্ত হয়েছে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী আবুল হোসেনের (৩৫)। সাধারণের স্বার্থে করোনার দুর্যোগে তাদের এই ত্যাগ জাতি মনে রাখবে।
স্বাস্থ্য বিভাগে ২৯ জনের করোনা শনাক্ত
আগের পোস্ট