আন্তর্জাতিক ডেস্ক
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রায় তিন মাসের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ৭ জুলাই থেকে বিদেশি পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুয়ার। আর দেশটির রেসিডেন্ট ভিসাধারীরা সোমবার থেকে সেখানে প্রবেশ করতে পারবেন। রবিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। শর্ত সাক্ষেপে রবিবার দেশটির গণমাধ্যম বিভাগ জানিয়েছে, দুবাইয়ে এখন যারা আসবেন, তারা সম্প্রতি করোনাভাইরাস টেস্টে নেগেটিভ হয়েছেন তা প্রমাণিত হওয়ার সনদপত্র দেখাতে হবে। এছাড়া পৌঁছানোর পরপরই তাদের দুবাই বিমানবন্দরে করোনা পরীক্ষার মুখোমুখি হতে হবে। সেখানে পরীক্ষায় করোনা পজিটিভ হলে ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে। দেশটির গণমাধ্যম বিভাগ আরও জানায়, পর্যটকদের আন্তর্জাতিক স্বাস্থ্যবীমা থাকতে হবে এবং একটি বিশেষ স্বাস্থ্য ঘোষণা ফর্ম পূরণ করতে হবে। স্থানীয় নাগরিক ও বাসিন্দারা মঙ্গলবার থেকে বিদেশে ভ্রমণের অনুমতি পাবেন বলেও জানিয়েছে দুবাই গণমাধ্যম কার্যালয়।
৭ জুলাই থেকে আমিরাতে যেতে পারবেন পর্যটকরা
আগের পোস্ট