নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরীর পক্ষ থেকে চিকিৎসা সামগ্রী দেওয়া হয়েছে। গতকাল শনিবার বেলা ১২টার দিকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান এর নিকট সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়। পরে দুপুর ২টার দিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম স¦াস্থ্য কর্মকর্তার হাতে তুলে দেন তারা। এমপি মাহি বি চৌধুরীর পিএস ওবায়দুল হক সোহাগ ও বিকল্প যুবধারার কেন্দ্রীয় কমিটির সভাপতি আসাদুজ্জামান বাচ্চু এ সকল সরঞ্জাম তাদের হাতে তুলে দেন।
দুই উপজেলার প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হয় ১ টি করে এক্স-রে মেশিন, ২০টি অক্সিজেন সিলিন্ডার, ২০টি সিলিন্ডার ট্রলি, ২০টি নেবুলাইজার মেশিন, ২৫টি স্যালাইন ষ্ট্যান্ড, ২৫টি তোষক, ২৫টি বেডসিট (চাদর), ২৫টি বালিশ, দুই হাজার পিস ওমোপ্রাজল ট্যাবলেট, দেড় হাজার পিস এন্টিহিস্টামিন, ২ হাজার পিস হ্যান্ড গ্লাভস, মাইক্রোপল ৫ কাটুন, ক্যানলা ৫শত পিস, প্যারাসিটামল ট্যাবলেট ৩ হাজার পিস, প্যারাসিটামল সাবসিডিয়ারী ১৫ শত পিস করে দেওয়া হয়েছে।
করোনা দুর্যোগে যেকোন রোগীর চিকিৎসায় যেন বাধা না হয় এজন্য দুই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব দিয়েছেন মাহী বি চৌধুরী।