স্পোর্টস ডেস্ক : অনেকক্ষণ ধরেই শর্ট বলের সঙ্গে ভালো বোঝাপড়া হচ্ছিলো না মাহমুদুল হাসান জয়ের। আত্মবিশ্বাস নিয়ে ব্যাট হাতে প্রতিরোধ পড়তে পারছিলেন না তিনি। শেষ পর্যন্ত বেশিক্ষণ টিকলেন না ডানহাতি ব্যাাটার। আউট হলেন শর্ট বলেই।
সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর কিছুক্ষণ পরই উইকেট বিলিয়ে দিয়েছেন জয়। দিনের সপ্তম ওভারে জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুজারাবানির বলে প্রথম স্লিপে ক্রেইগ আরবিনের হাতে ধরা পড়েন তিনি। ৬৫ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরেন ২৪ বছর বয়সী ব্যাটার।
এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ২১ ওভারের খেলা শেষে ২ উইকেটে ৭৬ রান। মুমিনুল হক ২২ ও নাজমুল হোসেন শান্ত অপরাজিত আছেন ৩ রানে। বাংলাদেশ এখনো ৬ রানে পিছিয়ে।
তৃতীয় দিনের খেলা সময়মতো শুরু করা যায়নি বৃষ্টির কারণে। সকাল থেকেই হয়েছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সিলেটের আকাশের অবস্থা দেখে পুরো দিনের খেলাই ভেস্তে যাওয়ার আশঙ্কা করেছিলেন কেউ কেউ। কিন্তু না। প্রায় দুই ঘণ্টা পর হলেও অবশেষে বৃষ্টি থেমেছে। এরপর দুপুর ১টায় খেলা শুরু হয়।
গতকাল সোমবারই দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। ১৩ ওভার ব্যাটিং করে ১ উইকেটে ৫৭ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করে নাজমুল হোসেন শান্তর দল। এর আগে প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। জবাবে প্রথম ইনিংসে ২৭৩ রান করে ৮২ রানের লিড পায় জিম্বাবুয়ে।
স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন জয়
আগের পোস্ট