নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্যবিধি মেনে বন্দরবাসীকে পবিত্র ঈদুল আজহা পালনের আহ্বান জানিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধান। গতকাল বুধবার গণমাধ্যমে বন্দরবাসীর প্রতি এ আহ্বান জানান তিনি। কাউন্সিলর দুলাল প্রধান বন্দরবাসীর উদ্দেশ্যে বলেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে পৃথিবীতে প্রতিদিন শত শত মানুষের মৃত্যু হচ্ছে। আপনারা সামাজিক দূরত্ব বজায় রেখে হাট থেকে কোরবানীর পশু ক্রয় করবেন। আমার ওয়ার্ডবাসীর কাছে অনুরোধ থাকবে আপনারা নিরাপদ দূরত্ব বজায় রেখে মাস্ক ও হ্যান্ডগ্লাভস পরে কুরবানির পশু ক্রয় করতে যাবেন। ঈদ মানেই আনন্দ সেই আনন্দ যেনো একটু গাফিলতির কারণে নষ্ট না হয়। সবাইকে ঈদ মোবারক ও ঈদের আগাম শুভেচ্ছা।
স্বাস্থ্যবিধি মেনে বন্দরবাসীকে ঈদুল আজহা পালনের আহ্বান কাউন্সিলর দুলালের
আগের পোস্ট