নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে স্বামী দ্বীন ইসলামের নির্যাতনে স্ত্রী রজনী আক্তার (২২) ও তার বাবা মোঃ সামছুল হক (৫০) কে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। মারধরের ঘটনায় গুরুতর আহত অবস্থায় নির্যাতিতা রজনী আক্তারকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার টঙ্গীবাড়ী উপজেলার টঙ্গীবাড়ী -সোনারং ইউনিয়নের বুড়িবাড়ী এলাকায়। এ ঘটনায় টঙ্গীবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করায় আরো ক্ষিপ্ত হয়েছেন অভিযুক্ত স্বামী দ্বীন ইসলাম। জানা গেছে, গত ২১ মার্চ যৌতুকের টাকার দাবী করে তার নিজ ঘরে স্ত্রী রজনীকে আটকে ব্যাপক মারধর করে স্বামী দ্বীন ইসলাম। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় রজনী আক্তারকে উদ্ধার করে তার বাবাকে খবর দিলে তিনি এসে রজনী আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ এনে অভিযুক্ত দ্বীন ইসলামেক প্রধান আসামী করে টঙ্গীবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন নির্যাতিতার বাবা সামছুল হক। এতে যেন আরো ক্ষিপ্ত হয়ে উঠেন দ্বীন ইসলাম। তাই গতকাল মঙ্গলবার মামলা তুলে নেয়ার হুমকি দিয়ে বাদী সামছুল হককে মারধর করে গুরুতর আহত করে। এ ব্যাপারে নির্যাতিতার বাবা মামলার বাদী মোঃ সামছুল হক বলেন, মেয়ে রজনীকে বিয়ে দেয়ার পর থেকে যৌতুকের দাবীতে একাধিকবার মারধর করে গুরুতর আহত করে দ্বীন ইসলাম। এসব ঘটনায় স্থানীয়ভাবে একাধিকবার সালিশি বৈঠকে এমন কাজ আর করবেনা বলে স্বীকারোক্তি দিলেও তা বারবার অমান্য করে। গত ২১ মার্চ মেয়ের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয়। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে রজনীকে উদ্ধার করে। গতকাল মঙ্গলবার আমাকে পেয়ে মামলা উঠিয়ে নেয়ার হুমকি দিয়ে আমাকে ব্যাপক মারধর করে গুরুতর আহত করে। এ ঘটনায় আমার মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ থেকে গতকাল মঙ্গলবার বিকালে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করি। এই বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন রশিদ জানান, এই ঘটনা সত্য। গত ২১ তারিখে মেয়েটাকে মারধর করেছে এবং তার দুইদিন পর ২৩ তারিখে বাবাকেও ব্যাপক মারধর করেছে। আমরা আসামী ধরার চেষ্টা করছি।
স্বামীর নির্যাতনে স্ত্রী ও শ্বশুর গুরুতর আহত
আগের পোস্ট