নিজস্ব প্রতিবেদক
সিরাজদিখান প্রেসক্লাবের সাথে মতবিনিময় সভা করেছে ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগর। গতকাল সোমবার রাত ৮টায় উপজেলার তালতলা বাজার ফ্রেন্ডস এসোসিয়েশন সংগঠনের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আশরাফুজ্জামান সোহেল। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, কার্যকরী সদস্য নাসির উদ্দিন, আব্দুল্লাহ আল মাসুদ, দপ্তর ও প্রচার সম্পাদক আজাদ বিন আজম নাদভী, সাহিত্য ও সমাজকল্যাণ সম্পাদক আজিম হাওলাদার, সদস্য সুলতানা আক্তার, মিজানুুর রহমান, আমির ঢালী, আলী আহাম্মদ চৌধুরী। এছাড়া ফ্রেন্ডস এসোসিয়েশন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহিবন মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আল আমিন, প্রচার সম্পাদক শান্িিত ধর, সদস্য ব্যাংকার শান্তি গোপাল পোদ্দার, প্রবাসী কমিটির সহ-সভাপতি হানিফ স্বপন, প্রবাসী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ, দপ্তর সম্পাদক গৌতম কুন্ডু প্রমুখ। ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগর এর ২০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২ ও ৩ সেপ্টেম্বর দুইদিনব্যাপী মালখানগর ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে নানা আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান বর্ণিল ও জাঁকজমকপূর্ণ করতে এ মতবিনিময় সভায় আলোচনা করা হয়।
সিরাজদিখান প্রেসক্লাবের সাথে ফ্রেন্ডস এসোসিয়েশনের মতবিনিময়
আগের পোস্ট