নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ উপজেলার সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ এমদাদুল হক করোনা জয় করেছেন। পরপর দুটি ফলোআপ রিপোর্ট নেগেটিভ এসেছে। সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, গত বৃহ¯পতিবার সিরাজদিখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোহাম্মদ এমদাদুল হক করোনা জয় করেছেন। চলতি মে মাসের ৮ তারিখে ওসি তদন্তের করোনা পজিটিভ ধরা দেয় এবং পরপর দুবার টেস্ট করার পর গত ২১ তারিখে তার করোনা নেগেটিভ আসে বলে জানান ওসি মোহাম্মদ এমদাদুল হক। তিনি আরো জানান, তার করোনা পজিটিভ হওয়ার পর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বদিউজ্জামানের নিবিড় পর্যবেক্ষণে থেকে তিনি এ যুদ্ধে জয়ী হয়েছেন বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন ইনশাল্লাহ অতিশীঘ্রই কাজে যোগ দিতে পারবেন বলে ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। মহামারী করোনার মাঝে সিরাজদিখানের জন্য এটি অনেক বড় খবর বলে জানান থানার অন্যান্য কর্মকর্তা। এত চ্যালেঞ্জের মধ্যেও এটি অনেক ভাল খবর। সিরাজদিখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোহাম্মদ এমদাদুল হক করোনা জয় করতে পারায় সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন।
সিরাজদিখান ওসি তদন্তের করোনা জয়
আগের পোস্ট