নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের ফ্রেন্ডস ফাউন্ডেশন এসএসসি-২০১১ ব্যাচ ও প্রবাসী বন্ধুদের উদ্যোগে কর্মহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে শুরু করে রাত অবধি উপজেলার হিরনের খিলগাঁও, সন্তোষপাড়া, পূর্ব রাজদিয়া ও টেঙ্গুরিয়াপাড়া গ্রামের ৭০টি পরিবারের বাড়ীতে ৫ কেজি করে চাউল, ১ কেজি করে ডাল, ১ কেজি করে চিনি, ১ কেজি করে পেঁয়াজ, দুই প্যাকেট সেমাই পৌঁছে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সাঈদ, তারেক, দোলন, হীরা ও মারুফ প্রমুখ।
সিরাজদিখানে ৭০টি পরিবারের মাঝে এসএসসি-২০১১ ব্যাচের ত্রাণ বিতরণ
আগের পোস্ট