নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৫ শত নিম্ন আয়ের শীতার্ত মানুষের মাঝে শীত নিবারণের জন্য শীতবস্ত্র (টুপি) বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার ইছাপুরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশন মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি হুমায়ুন কবির সাগরের ব্যক্তিগত উদ্যোগে এই টুপি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশনের সাধারণ সম্পাদক সুখন চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোরশেদ মৃধা, কাওসার তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজ চাকলাদার, দপ্তর সম্পাদক মনির হাওলাদার, মোরশেদ দেওয়ান প্রমুখ। এসময় হুমায়ুন কবির সাগর বলেন, আমি ব্যক্তিগতভাবে আজ (সোমবার) ৫ শত মানুষের মাঝে শীতের টুপি বিতরণ করেছি। আগামী কয়েকদিনের মধ্যে আমি শীতবস্ত্র ও কম্বল বিতরণ করব।