নিজস্ব প্রতিবেদক
সিরাজদিখানে তারকব্রহ্ম মহানামা যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ফুরশাইল গ্রামে শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে ১৩ তম বার্ষিকী মহোৎসব ২৪ প্রহর ব্যাপী চলবে। বুধবার ৭ম দিনে চলছে লীলা কীর্তন। গত ১১ নভেম্বর থেকে শুরু হয়ে ৫ দিন শ্রীমদ্ভাগবত পাঠ ও ধর্মালোচনা অনুষ্ঠিত হয়। আগামী ২০ নভেম্বর শনিবার মহোৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে। ফুরশাইল পোদ্দার বাড়ির একনাম কমিটির আহ্বায়ক সুবল পোদ্দার ও সদস্য সচিব রঞ্জিত দত্তের সার্বিক সহযোগিতায় এলাকাবাসী ও ভক্তবৃন্দের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাডভোকেট অজয় চক্রবর্তী। এসময় আরো উপস্থিত ছিলেন ভজন দাস, দুলাল দাস, রসরাজ বিশ^াস, নবকিশোর মজুমদার, কার্তিক দাস, নিমাই দাস, ননী পোদ্দার, মাখন পোদ্দার প্রমুখ।
সিরাজদিখানে ২৪ প্রহর ব্যাপী যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন
আগের পোস্ট