নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আলুচাষিরা ক্ষেতের পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ অঞ্চলে অর্থকরী ফসলের অন্যতম হচ্ছে আলুর আবাদ। বর্তমানে আলু আবাদ নিয়ে রঙ্গীন স্বপ্ন বুনছে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার চাষিরা। আলু চাষে একবছর লাভ হলেও তারপরের বছর লোকসান। লাভ লোকসানের মধ্য দিয়েই আশায় বুক বেঁধে আলুর আবাদ করছেন চাষিরা। তবে বেশিরভাগ লাভ জমা হয়েছে রক্ষিত আলু ব্যবসায়ীদের ঝুলিতে। এরপরেও প্রান্তিক কৃষকেরা ব্যাপক জমিতে আলু চাষ করে থাকেন। আলু চাষিদের ভাষ্য, আলুতে যেমন ব্যাপক লাভ, তেমনি লোকসানের ধ্বসও কম নয়। আলুর আবাদে কারো কারো ভাগ্যে পরিবর্তন দেখা দিলেও অনেকের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে আলুর আবাদের উৎপাদন খরচ বেশি। তবে এই আবাদ প্রান্তিক চাষিদের লাভ নেই বলে অনেকেই মন্তব্য করেছেন। লাভ লোকসানের কথা মাথায় নিয়ে প্রতিবছরই লাভের আশায় আলু চাষে নামছেন আলু চাষিরা। সিরাজদিখানে মাঠে মাঠে আলুক্ষেতে যেন সবুজের সমাহার। গ্রামীণ মাঠের যেদিকে চোখ যায় শুধুই আলু ক্ষেত। আলু ক্ষেতের যত্ন নিয়ে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। উপজেলার বাসাইল ইউনিয়নে সরেজমিনে দেখা যায়, কোন চাষি ক্ষেতে সেচ দিচ্ছেন। আবার কোন ক্ষেতে টপড্রেসিং করছেন (আলুর দাঁড়াতে মাটি তুলে দেওয়া)। আবার কেউ কেউ আলু ক্ষেতে রাসায়নিক সার ছিটাচ্ছেন। নতুবা মোড়ক রক্ষায় কীটনাশক প্রয়োগ করছেন। তবে সবমিলিয়ে চাষিরা ব্যস্ত সময় পার করছেন।
সিরাজদিখানে হতাশা কাটিয়ে আলুক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষক
আগের পোস্ট