নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স চালকের পর তার স্ত্রী ও ছেলে করোনায় আক্রান্ত হয়েছে। গতকাল সোমবার সকালে ওই অ্যাম্বুলেন্স চালকের ৪০ বছর বয়সী স্ত্রী ও ২৩ বছর বয়সী ছেলের করোনা শনাক্ত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২২ এপ্রিল সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালকের করোনা শনাক্ত হয়। ওইদিনই ওই অ্যাম্বুলেন্স চালকের ছেলে ও স্ত্রীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে গতকাল সোমবার সকালে ঢাকার আইইডিসিআর থেকে জানানো হয় ছেলে ও স্ত্রীর করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত স্ত্রী ও ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে। এ নিয়ে সিরাজদিখানে মোট আক্রান্ত ১৩ জন। তবে সিরাজদিখানে প্রথম আক্রান্ত ৭০ বছরের বৃদ্ধা ও করোনায় আক্রান্ত বৃদ্ধার ২৩ বছরের ছেলে সুস্থ হয়ে গতকাল সোমবার বাসায় ফিরেছেন ।
সিরাজদিখানে স্বামীর পর স্ত্রী ও ছেলের করোনা শনাক্ত
আগের পোস্ট