নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানের মালখানগরে স্বপ্নের ফুরশাইলের উদ্যোগে যুবদল নেতা নাদিম জাহান আজিমের ব্যক্তিগত খাদ্য সহায়তা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামে ১৫০ জন কর্মহীন অসহায় দুস্থ পরিবারের মধ্যে মানবিক এই সহায়তা প্রদান করা হয়। পবিত্র ঈদ-উল ফিতর ও করোনাভাইরাস মোকাবেলায় তার পক্ষ থেকে এ সমস্ত অসহায় পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, আলু, ছোলা, মসুর ডাল, পেঁয়াজ, চিনি, সেমাই, তেল ও সাবান। যা একটি পরিবারের ১০ দিন পর্যন্ত চলবে। পবিত্র ঈদ-উল ফিতরের পূর্ব পর্যন্ত সিরাজদিখান উপজেলার মালখানগরের প্রতিটি ওয়ার্ডে সিঙ্গাপুর প্রবাসী যুবদল নেতা নাদিম জাহান আজিমের পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মোঃ ইকবাল হোসেন, মোঃ মাসুম খান, মোঃ বিপ্লব মাদবর, হাজী রফিজউদ্দিন মাদবর, জাহিদ, মুকিমা, আব্দুল জাব্বার, সাকিব, আলী হোসেন, কামাল হাসান, নুসরাত, মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।
সিরাজদিখানে স্বপ্নের ফুরশাইলের উদ্যোগে দুস্থদের খাদ্য সহায়তা দিলেন যুবদল নেতা নাদিম জাহান আজিম
আগের পোস্ট