নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডেকে নিয়ে সিএনজি চালক আজিজুল ইসলাম (২৫) কে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে। গত ২৮ মে রাতে উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় গাড়ীচালককে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে পরে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করে। এ বিষয়ে সিরাজদিখান থানায় আজিজুলের বড় বোন মুক্তি বেগম (৩৫) ৪ জনকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেন।
সরেজমিনে জানা যায়, গত ২৮ মে রাত ৮টার দিকে উপজেলার খাসমহল বালুচর গ্রামের মোঃ শুক্কর আলীর ছেলে আল আমিন (২৪) মোবাইল ফোনে মৃত আলীর ছেলে সিএনজি চালক আজিজুলকে ডেকে নিয়ে তার মাকে হাসপাতালে নেয়ার কথা বলে হাবিউল মিয়ার কিন্ডারগার্ডেনের পূর্ব পাশে ঝোপঝাড়ে নিয়ে যায়। একই গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ শাকিল (২৩), মোঃ হাফিজ উদ্দিনের ছেলে মোঃ ইসরাফিল (২২) ও মোঃ মোস্তফার ছেলে মোঃ রনির (২৪) সহযোগিতায় পূর্ব শত্রুতার জের ধরে প্রথমে ইসরাফিল গামছা দিয়ে আজিজুলকে বেঁধে ফেলে। বাকিরা পরে লোহার রড, বাঁশের লাঠি ও কাঠের ডাঁসা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পিটাতে থাকে। নাকে, মুখে, অন্ডকোষে কিল, ঘুষি, লাথি মেরে জখম করে। রনি গলায় হাত দিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করে। আজিজুল ইসলামের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে কিল, ঘুষি মারতে মারতে পালিয়ে যায়। আরো জানা যায়, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ার ভুক্তভোগীদের ঘটনার পর থেকে হুমকি দিয়ে আসছে। স্থানীয়ভাবে মীমাংসা করার পায়তারা চলছে।
আজিজুল ইসলামের বড় বোন মুক্তি বেগম জানান, আমার ভাইকে মেরে ফেলতে চেয়েছিল। আমার ভাইয়ের কোন দোষ নাই। আমি বিচার চাই। আমার ভাইকে উপজেলা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে পাঠায়। আমার ভাই খুব অসুস্থ।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ উরিদ উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।