নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আলোর পথে মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বালুচর ইউনিয়নের খাসনগর খেলার মাঠে এই ফ্রী মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এসময় চক্ষু রোগ বিশেষজ্ঞ, ডায়াবেটিস বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ ও অর্থোপেডিক্স, ট্রমা এবং স্পাইন বিশেষজ্ঞ ডাক্তাররা ৫ শতাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেন। আলোর পথে মানবকল্যাণ সংগঠনের সভাপতি মাওলানা শওকত হোসেন সুমনের সভাপতিত্বে ‘ফ্রি মেডিকেল ক্যাম্পিং’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আওলাদ হোসেন। আলোর পথে মানবকল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হৃদয়ের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন, জাতিসংঘের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন সমাজসেবক হান্নান মাদবর, সৈয়দ হোসেন, আসলাম মাদবর, সংগঠনের সদস্য মোসলেম, জাহাঙ্গীর আলম, জাহিদ, রনি, শরিফুল, আব্দুল ওয়াহিদ প্রমুখ।
সিরাজদিখানে সামাজিক সংগঠনের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পেইন
আগের পোস্ট